কেন উড়ছে না লাল সবুজ পতাকা!!! আসুন ক্রিকেটের এই মহাযজ্ঞে আমাদের টাইগারদের প্রেরণা আমরা লাল সবুজের ভালবাসা মুড়িয়ে আকাশে উড়িয়ে দেই

মঈনউদ্দিন
Published : 16 Feb 2011, 06:52 AM
Updated : 16 Feb 2011, 06:52 AM

বিশ্বকাপ ফুটবল এর সময় গ্রাম, শহর, জেলা, উপজেলা, বেড়ারঘর, টিনের চাল, পাকাবাড়ি, অট্টালিকা, যতরকম অফিস, আদালত, দোকানপাট, গাড়ি, সাইকেল যেখানেই চোখ পড়েছে উড়ছে শুধু উড়ছে বিভিন্ন দেশের বর্ণিল পতাকা সমূহ। বাংলাদেশের পতাকা কিন্তু সেখানে বলতে গেলে নজরেই আসেনি 🙁 । আমাদের দেশ থেকে কত হাজার যোজন মাইল দূরে ছিল এই ফুটবলের আয়োজন অথচ কত ভাবেই না এই আনন্দের শরীক হয়েছিলাম আমরা। অথচ আজ যখন আমাদের দেশ বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক, আমাদের দেশ এই খেলায় স্বাগতিকদেশ হিসেবে অংশগ্রহণও করছে, খেলা শুরু হতেও আর মাত্র কয়েক দিন আছে! তাহলে কোথাও চোখে পড়লো না কেন একটিও বাংলাদেশের পতাকা? বলছি না সবাইকেই বাংলাদেশের সাপোর্টার হতে হবে। যার যে দল পছন্দ সে দলের পতাকা উড়াক- কিন্তু সবার উপরে থাক লাল সবুজের পতাকা। সারা ঢাকা শহরসহ সমগ্র বাংলাদেশ যদি লাল সবুজে ছেঁয়ে যেত আগত খেলোয়াড়দের হৃদস্পন্দন একটু কি বেড়ে যেতো না দেশের প্রতি ক্রিকেটের প্রতি সর্বোপরি আমাদের ক্রিকেট দলের প্রতি এমন অফূরান ভালবাসা দেখে। আমরা বাঙালি দেশের যে কোন বড় আয়োজনে একসাথে থেকেছি। আসুন ক্রিকেটের এই মহাযজ্ঞে আমাদের টাইগারদের প্রেরণা আমরা লাল সবুজের ভালবাসা মুড়িয়ে আকাশে উড়িয়ে দেই।