মুঠোফোন কোম্পানী, গেলান ঘুমের ঔষুধ

এস.এম.আখিউজ্জামান মেনন
Published : 5 March 2012, 01:09 PM
Updated : 5 March 2012, 01:09 PM

আজকালকার ছেলে-মেয়েদের যে কি অদ্ভুত রোগ পেয়ে বসেছে, চিন্তা করলে খুব কষ্ট লাগে। তথাকথিত এই মডার্ন(?) সমাজটার প্রায় সব ছেলে-মেয়েরাই দিনের সাত-আট ঘণ্টা কাটায় তাদের ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধুদের সাথে মুঠোফোনে কথা বলে। আর এরই সুযোগ নিয়ে মুঠোফোনের কোম্পানীগুলো এক এর পর এক সব নতুন ধান্দা করে যাচ্ছে (1 সেকেন্ড পাল্স কিংবা 'বন্ধু তো সব সময়ের' ইত্যাদি নামে) আর আমাদের দেশের কোটি-কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

কিন্তু আমাদের ঐ তরুণ সমাজের যেন সেই দিকে কোনও খেয়ালই নেই ( দিনে সাত-আট ঘণ্টা শুধু মুঠোফোনে কাটালে পৃথিবীর কোনও বিষয়ই কার ই blood-brain-barrier পার হওয়ার কথা না) এই জাতি যে কবে মুঠোফোন কোম্পানীগুলোর গেলান ঘুমের ঔষুধগুলো বমি করে ফেলে আমাদের এই সুন্দর দেশটাকে আরও সুন্দর করার কাজে নিয়োজিত করবে সেই দিন দেখার সপ্ন দেখি ।