লোকজ এবং গ্রামীণ খেলাধুলা সংরক্ষণ করা হউক

এস.এম.আখিউজ্জামান মেনন
Published : 7 March 2012, 06:09 PM
Updated : 7 March 2012, 06:09 PM

কয়েক দিন আগে এক আট-নয় বয়েসের বাচ্চাকে জিগগেস করলাম কয়েকটি খেলার নাম বলতে। সে আমাকে ক্রিকেট, ফুটবল , দাবা, ব্যাডমিন্টন , কম্পিউটার গেম এর কথা বলল । আমি তাকে জিগগেস করলাম গোল্লাছুট খেলার নাম শুনেছ? সে বলল না। তখন চিন্তা করে দেখলাম, গোল্লাছুট এর মত বহু লোকজ এবং গ্রামীণ খেলাধুলা আস্তে আস্তে উঠে যাচ্ছে।

আমি আমার শৈশব কাটিয়েছি চট্রগ্রাম শহরে। তারপরও হা-ডু-ডু, চোর-পুলিশ, কানামাছি ভো-ভো, লবন , গোল্লাছুট, পাতা-পাতা , কুত-কুত , রুমাল চোর , ফুলটোক্কা, বউ ছি, লাটিম , মার্বেল সহ আরও অনেক লোকজ খেলাধুলার সাথে বড় হয়েছি। কত বর্ষার দিনে ঘরে বসে চোর-ডাকাত-বাবু-পুলিশ খেলেছি তার হিসেব নেই ।

আমার দেশে সাধারণত কোনও কিছু হারিয়ে যাওয়ার পর তা সংরক্ষণের বৃথা চেষ্টা করা হয়। আস্তে আস্তে হয়তোবা আমাদের দেশের এই সকল লোকজ, গ্রামীণ, অতি পুরাতন খেলা গুলু অচিরেই হারিয়ে যাবে পর্যাপ্ত সংরক্ষণের অভাবে।