যান্ত্রিক এই জীবন

এস.এম.আখিউজ্জামান মেনন
Published : 8 March 2012, 03:38 AM
Updated : 8 March 2012, 03:38 AM

আজ সারাদিন ক্লান্ত হয়ে রাত 11.30 বাসায় ফিরি । এতটাই ক্লান্ত ছিলাম যে বাসার নিজের রুমে ঢুকার সাথে সাথেই মেঝেতে শুয়ে পরি । ক্লান্তি কখন যে আমাকে ঘুম পরিয়ে দিয়েছিল টের পাইনি । ঘুম ভাঙল মাথার উপর কারো নরম হাতের স্পর্শে , চোখ মেলে দেখি আম্মা পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার মনে হল এ ভালোবাসার স্পর্শ আমার কাছে নতুন । কতদিন এ স্পর্শ থেকে বঞ্চিত তা বলতে পারবোনা। একই ছাদের নিচে থাকি কিন্তু জীবনের যান্ত্রিকতা আপন মানুষদের কত দূরে সরিয়ে দিচ্ছে ভাবতেই খারাপ লাগে । অদ্ভুত আমাদের জীবনের এই ব্যস্ততা! অদ্ভুত আমাদের জীবনের এই যান্ত্রিকতা!