ফেইক ই-মেইল আইডি: সতর্কীকরণ ও সনাক্তকরণ

Published : 21 July 2011, 02:26 AM
Updated : 21 July 2011, 02:26 AM

আপনি কি জানেন যে কোন একজন লোকের ই-মেইল ঠিকানা ব্যবহার করে আরেকজন লোকের কাছে ইমেইল পাঠানো যায়? পিএইচপি স্ক্রিপ্ট ব্যবহার করে এই কাজটি করা সম্ভব | এছাড়াও অন্যান্য ইনভেলিড আইডি ইউজ করা হয় হ্যাকিং এর অসৎ উদ্দেশ্যে | হ্যাকাররা এই সব আইডি ব্যবহার করে অন্যের ব্যাক্তিগত তথ্য চুরি করে এবং সেগুলোকে বিভিন্ন খারাপ কাজে লাগায় | কাজেই আপনাকে এই ব্যাপারে সাবধান হতে হবে | আপনাকে জানতে হবে যে কিভাবে ভুয়া ইমেইল আইডি সনাক্ত করা সম্ভব |

সময়ের সাথে সাথে মানুষের ভুয়া আইডি ব্যবহার বেড়ে গিয়েছে যা অনেক ধরনের সমস্যারও কারন হয়ে দাঁড়িযেছে | তাই এখন সময় এসেছে এই ভুয়া আইডিগুলো সনাক্ত করার | এটা আবার জরুরিও বটে কারন হ্যাকাররা কারো ইনফো পেতে এই ভুয়া আইডি ইউজ করে | ভুয়া ইমেইল আইডিগুলো কিছু আকর্ষনীয় লেখা নিয়ে আপনার সামনে আসবে | উদাহরণস্বরূপ, নীচের ছবিটি লক্ষ্য করুন :

এখানে ই-মেইলটি একটি ফেইক ঠিকানা থেকে এসেছে | যদিও ভুয়া আইডি সনাক্ত করা খুব দুরুহ তারপরও কিছু সহজ উপায় অবলম্বন করেই আপনি তা করতে পারেন | মোটামুটি দুইটি উপায়ে সনাক্ত করা যায় :
১. মেইল পাঠিয়ে
২. ওয়েব সার্ভিস ব্যবহার করে

মেইল পাঠিয়ে সনাক্ত করা :
ই-মেইলটি যেখান থেকে এসেছে সেই ঠিকানাতে একটা রিপ্লাই মেইল পাঠানো | যদি ঐ ই-মেইলটি কোন ভুয়া ঠিকানা থেকে এসে থাকে তাহলে ঐ ঠিকানাতে মেইল যাবে না | আপনাকে একটা এরর মেসেজ দেখানো হবে যে মেইলটিকে আপনি যেই ঠিকানাতে পাঠাচ্ছেন সেই ঠিকানাটি বৈধ নয় | এভাবে আপনি ফেইক ই-মেইল ঠিকানা বের করে ফেলতে পারবেন |

ওয়েব সার্ভিস পাঠিয়ে :
ই-মেইল এড্রেস চেকার একটা ভাল মেইল চেকার সার্ভিস যার মাধ্যমে আপনি ওই সন্দেহকৃত ই-মেইলের ভ্যালিডিটি চেক করতে পারবেন যে কোন ই-মেইল প্রোভাইডারের | শুধু আপনাকে যা করতে হবে সাইটের ই-মেইল আইডির বক্সে গিয়ে কাঙ্খিত আইডি ইনপুট দিন, এবং চেক বাটনে ক্লিক করুন | এই পদ্ধতি অবলম্বন করবার জন্য এই লিঙ্কে যান |

আপনার বসানো ই-মেইল ঠিকানাটি বৈধ নাকি অবৈধ সেটা ইনপুট বক্সের নিচে ফলাফল হিসাবে দেখতে পাবেন | যদি ই-মেইল ঠিকানাটি বৈধ হয় তাহলে ই-মেইল ঠিকানাটির বাম পাশে একটা সবুজ রঙ এর টিক চিহ্ন দেখতে পাবেন | আর বৈধ না হলে আপনি ই-মেইল ঠিকানাটির বাম পাশে একটা লাল রঙ এর ক্রস চিহ্ন দেখতে পাবেন | নীচের ছবি ২টি লক্ষ্য করুন | ১ম ছবিতে একটা বৈধ ই-মেইল ঠিকানা এবং ২য় ছবিতে একটা অবৈধ ই-মেইল ঠিকানা দেখানো হয়েছে |