সাগর কন্যা কুয়াকাটা!!!

মোঃ সবুজ মিয়া
Published : 29 Dec 2012, 05:29 AM
Updated : 29 Dec 2012, 05:29 AM

বিশ্বের অনেক দেশ তাদের পর্যটন শিল্প থেকে বিদেশী মুদ্রা অর্জন করতেছে, মালায়শিয়া ট্যুরিজ্ম দ্বিতীয় অবস্থান দখল করে আছে কলকারখানার পরে, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে। যদি আমরাও ট্যুরিজ্‌ম কে আরও ডেভেলপ করি, তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো যা আমাদের চাকরির জায়গা করে বেকার সমস্যা দূর করতে পারে, যেমন টা করে আসছে আমাদের গার্মেন্টস শিল্প।এ লক্ষে আমাদের বিভিন্ন পর্যটন স্পট,যেমন কুয়াকাটা, সমুদ্র সৈকত বাংলাদেশে এবং বিদেশী পর্যটকদের জন্য ভালো জায়গা হতে পারে. আমাদের সরকার রাস্তাঘাট, পরিবহন এবং নিরাপত্তা, হোটেল / মোটেল বাসস্থানের সুবিদা এবং সমুদ্র সৈকত সুবিধা উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারেন. প্রচার বাড়িয়ে এবং বিদেশে পর্যটক দৃষ্টি আকর্ষণ করে আমরা এই স্পট থেকে অর্থ উপার্জন করতে পারি প্রচুর পরিমানে. এমনকি নিজ নিজ সুবিধাদি উপকূলবর্তী এলাকার উন্নতি বিষয় বিকশিত হতে পারে.

অনেক ট্যুরিস্ট কুয়াকাটা পরিদর্শন করে কারন এই সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পরিমণ্ডিত। কিন্তু উদ্বেগের বিষয় হলও এখানে তেমন কোন ট্যুরিস্ট সুবিদা বা activities নেই। এছাড়াও পর্যটকরা বিভিন্ন sufferings এ অনুভূত হয়, তাই অনেকেই এখনও কুয়াকাটা যায় না, যা বাংলাদেশর সুন্দর পর্যটন স্পট.