জিহাদের মৃত্যু বনাম ডিজিটাল স্বদেশ!!!

মোঃ সবুজ মিয়া
Published : 29 Dec 2014, 07:45 PM
Updated : 29 Dec 2014, 07:45 PM

বহুদিন হল লেখা লেখি করি না,দেশে আসার পর থেকে। তবুও আজ এই মাঝ রাতে লেখতে বসলাম জানি না কেন। আসলে ফেইসবুক-এ এক বন্ধুর স্ট্যাটাস দেখে নিম্নের কথা গুলো শেয়ার করতে ইচ্ছা করলো তাই। যদি কেউ কষ্ট পান আমি আন্তরিক ভাবে দুঃখিত। আসলে আমার মনে বার বার একটা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে, তাই লিখতে ইচ্ছা করলো। সভ্যতার কোন জগতে আমারা বাস করছি? আসলে কত টুকু বিবেক-এবং বুদ্ধিহিন হলে আমরা নিম্নের কথা গুলো বলতে ও তাদের মতো লোকদের এই দায়িত্ব দিতে পারি??

লঞ্চ ডুবছেঃ
মন্ত্রীঃ ছাগল দিয়ে দিলাম সব সমস্যার সমাধান হয়ে গেলো ।
গুলিতে শিশুর মৃত্যুঃ
মন্ত্রীঃ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলো ।

হরতাল ও আন্দোলনে মানুষ খুনঃ

মন্ত্রীঃ বিরোধী দলের কাজ।

রানা প্লাজা ধসঃ
মন্ত্রীঃ বিরোধী দলের লোকদের বিল্ডিং ঝাঁকুনিতেই এই ধস ।
প্রশ্ন পত্র ফাসঃ
মন্ত্রীঃ ওগুলা সাজেশন ছিল ।
সুন্দরবনের তেলঃ
মন্ত্রীঃ বনের কোন ক্ষতি তো হয় নাই, একটা প্রানীও মরে নাই সব গুজব ।
সাগর রুনির হত্যাঃ
মন্ত্রীঃ ২৪ ঘন্টার মধ্যে খুনী গ্রেপ্তার হবে ।
জিহাদের মৃত্যুঃ
মন্ত্রীঃ পাইপের ভিতর কেউ নাই, পুরোটাই গুজব

 

………সাবাশ মন্ত্রী মহোদয়গণ, আপনারা বীরদর্পে এগিয়ে চলুন !!!সাথে আছে আমাদের ট্যাক্সের টাকা ………!!!!!!

আমার মনে হয় এক জিহাদ মরে  নাই, সেই সাথে মরেছে আমাদের সবার- বিবেক- বুদ্ধি ও জবাবদিহিতা!।

আর শেষ করার আগে বলতে ইচ্ছা করছে…

" এমন দেশটি কোথাও খুঁজে পাবো নাকও তুমি,

সকল মিত্যুর মিত্যু কূপ সে যে আমার জন্ম-ভুমি"