কে মুছবে চোখের পানি?

মিঠু মীর
Published : 6 Feb 2013, 06:46 PM
Updated : 6 Feb 2013, 06:46 PM

চোখের পানি ধরে রাখতে পারলাম না, I salute u সৈয়দ শহিদুল হক.. আজ তিনি ATN NEWS কে যা বললেন তা যদি কেও শুনে থাকেন লজ্জায় আপনার মাথা হেঁট হয়ে যেতে বাধ্য…তিনি এই কাদের মোল্লার মামলার অন্যতম সাক্ষী ছিলেন, আজ তিনি হতাশ হয়ে LIVE অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে বলেছেন, "আমি দেশের সবাইকে বলছি আমি যদি মারা যাই এই দেশে আমায় মাটি দিওনা, আমাকে Sweden এ নিয়ে যেও.. এত কষ্টকরে এত দূর থেকে এসে যার বিপক্ষে সাক্ষী দিলাম তার রায় আজ যাবজ্জীবন!

আমি জানি জামায়াতের অন্যতম টার্গেট আমি, হয়তো দেখবেন আমার লাশ এই বাংলার কোথাও পরে আছে সেদিন আমাকে তোমরা এই বাংলায় মাটি দিওনা" একজন বীর মুক্তিযোদ্ধা কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারেন… আমি আজ নিজেকে থু দেই, কারন আমি এইদেশে স্বাধীন হয়ে জন্মেছি… কিন্তু যারা আমাদের স্বাধীন করতে জীবন বাজি ধরল তাদের অশ্রু সংবরন করতে পারি না। মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা হয় কেন তারা দেশ স্বাধীন করতে যুদ্ধ করলেন? আর যদি করেই থাকেন তবে বিচারে তাকে সন্তুস্ট করতে পারেনাই কেন ট্রাইবুনাল? কে নেবে এই অপারগতার ভার? কে মুছবে একজন মুক্তিযোদ্ধার চোখের পানি?