এরশাদ ও প্রধান বিরোধী দল

মিঠু মীর
Published : 29 May 2012, 09:14 AM
Updated : 29 May 2012, 09:14 AM

হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় পার্টির কর্ণধার। কে না চেনে তাকে! বাংলাদেশের রাজনীতিতে যাকে নিয়ে সবসময় সমালোচনা হয়। বাংলাদেশের একমাত্র স্বৈরশাসক। যিনি ক্ষমতার জন্য ঘনঘন দল পরিবর্তন করেন। অথচ তারই দলের সদস্যরা তাকে চিনতে পারেন না।তারা এটুকু বুঝেন না যে এরশাদ বাতাসের অপেক্ষায় আছেন। শেষ মুহূর্তে যখন জনসাধারণ তাদের প্রতিক্রিয়া প্রকাশ করতে শুরু করবে তখন এরশাদ তার দল বাছাই করবে। আর একক নির্বাচন! সে তো গতবারও বলেছিল।

অবাক হওয়া লাগে যখন দেখি প্রধান দুই রাজনৈতিক দল চেনা বিশ্বাস ঘাতক দলে ভিরায়। যে কিনা নির্বাচনের আগে আশ্রয় প্রাপ্ত দলের সুনাম এবং পরবর্তী নির্বাচনের আগে তার বদনাম করে। এরশাদ হয়ত ক্ষমতার লোভে এরূপ আচরন করতে পারে, কিন্তু অন্য দল কেন তাকে এই সুযোগ দেয়? তারা কেন জেনেশুনে কালসাপ পুষছে? যে সাপ তাদেরই কাটার স্বপ্ন দেখছে!