বাজেট ভাবনা হোটেলে কেন?

মিঠু মীর
Published : 3 June 2012, 04:52 PM
Updated : 3 June 2012, 04:52 PM

আগামী 5ই জুন মাননীয় বিরোধী দলের নেত্রী হোটেল সোনারগাঁ-এ বাজেট ভাবনা তুলে ধরবেন। মানলাম উনি বিরোধী দলের নেত্রী তাই উনি তার ভবনা প্রকাশ করার অধিকার রাখেন । কিন্তু তা হোটেলে কেন ? পার্লামেন্ট এর বাইরে যদি বাজেট এর ভবনা প্রকাশ এর অনুমতি থাকে তবে সংসদের মত গুরুত্বপূর্ণ জায়গায় তার জন্য আসন থাকার দরকার কী? ওই আসন তো জনগণের টাকায় কিনা। যাই হোক বিরোধী দলের নেত্রী ও জানেন আমরাও জানি তার ওই ভবনা বাজেটে প্রভাব ফেলবে না, তারপরও বলি হোটেলে বসেই যদি সব করতে পারেন তবে সংসদ এর বেতন, ভাতা, নিরাপত্তার দরকার কী? ও সব ত্যাগ করেন না কেন?