চলমান রাজনীতির সংস্কার ও অতীব গুরুত্বপূর্ণ

মোঃ হাসেম
Published : 20 Feb 2013, 05:40 PM
Updated : 20 Feb 2013, 05:40 PM

একটি সুস্থ জনগণতান্ত্রিক রাজনৈতিক শাসন ব্যবস্থা কায়েম করা ছিলো আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা।কিন্তু স্বাধীনতার ঊষা লগ্নেই সব ভন্ডুল হয়ে যায়।অভাগা এই জাতির বুকের ওপর,আবারো চেপে বসে অভিশপ্ত সেই সামরিক স্বৈরাচারী শাসনের জগদ্দল পাথর। এর ধারাবাহিকতা ও পরিণতিতেই আজকের এই অপরাজনীতি,পঙ্কিলতায় ভরা কলুষিত ও অসুস্থ রাজনীতি,কালো টাকা ও পেশি নির্ভর অরাজনীতিকদের রাজনীতি,ব্যক্তি পূজা ও এক ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি,স্তাবকতা ও চাটুকারিতার রাজনীতি,এক ব্যক্তির স্বেচ্ছাচারিতার রাজনীতি, জনভিত্তিসম্পন্ন-জনপ্রিয়-দৃঢ়চেতা সত্যিকারের রাজনীতিকদের উপেক্ষিত ও নির্বাসিত হওয়ার রাজনীতি,ওপর থেকে চাপিয়ে দেয়া নেতৃত্ব নির্ভর রাজনীতি।

যার কারনেই স্বাধীনতার এই ৪২ বৎসর পরেও আমাদের এমনতর সার্বিক বেহাল অবস্থা। দেশের মানূষ মনেপ্রাণে এ অবস্থার অবসান চায়। ব্যক্তিকেন্দ্রিক এই পারিবারিক শাসনের অবসান চায়। পরিবর্তনশীল এবং সত্যিকারের রাজনীতিকদের নেতৃত্ব ও শাসনব্যবস্থার প্রতিষ্ঠা চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে জ্বলে উঠা আপামর জনতা তথা শাহবাগ মঞ্চের সুযোগ এসেছে অতীব গুরুত্বপূর্ণ অতীব চাওয়া এই জনপ্রত্যাশা পূরণের। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে চলমান এই রাজ নীতির আমূল সংস্কারের।