র্যাব প্রসঙ্গে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে একটা জিনিষ পরিস্কার বোঝা গেলো যে, র্যাবের খারাপ বৈশিষ্ট্য তাহলে কিছু আছে,যা তার(মন্ত্রীর) ভাষায় ‘হুটহাট বা রাতারাতি পালটে ফেলার আশা করা ঠিক নয়’। ভাল কথা। কিন্ত মাননীয় মন্ত্রী-আপনাদের অর্ধেক অর্থাৎ আড়াই বছর পার হয়ে গেলো। এই ”হুটহাট বা রাতারাতি”র শেষ হবে কবে?
এর আগেও মাননীয় এই পররাষ্ট্র মন্ত্রী র্যাবের ক্রস ফায়ার প্রসঙ্গে একদিন এক মন্তব্যে বলেছিলেন-ক্রস ফায়ার বন্ধে সময় লাগবে,রাতারাতি তা বন্ধ করা যাবেনা।এই ‘রাতারাতি’ র শেষ এখনো হলোনা। জানিনা আর কত জন ক্রসফায়ার হওয়ার পর,আর কত লিমন পঙ্গু হওয়ার পর তাদের এই ‘সময়ের’ শেষ হবে।
লিমন প্রসঙ্গেও মাননীয় পররাষ্ট্র মন্ত্রী অপ্রাসঙ্গিক কিছুর অবতারণা করে আসল কথা পাশ কাটিয়ে গিয়েছেন। বলেছেন এই সরকারের আমলে নাকি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা বিচার বহির্ভূত কোন হত্যাকান্ড হচ্ছেনা (?)।হয়েছে কেবল বিগত আমলে।মাননীয় মন্ত্রী-নিজেদের চেহারাটা আয়নায় না দেখে,কেবল মাত্র বিগতদের দোষ খুঁজে বেড়ানোর এই পঁচা ভাত,এদেশের মানষের পেটে আর হজম হবেনা। মানুষ সবই দেখছে এবং হিসাব রাখছে।মনে রাখা দরকার এই দিনই দিন নয়-আরো দিন সামনে আছে।সময়ে মানুষ কিন্ত ঠিক ঠিকই এর জবাব দিবে।
মোসাদিক উজজল বলেছেনঃ
লিমন কেস টাএকটু ভিন্ন।এটা ১০ টা ভাল কাজের মাযে ১ টা দুর্ঘটনা ।বিচার বহির্ভূত হত্যা আ্মরা ও চাইনা।তবে এটা ঠিক এই বাহিনীর জন্য কিছু টা হলেও আম রা নিরাপদ এ আসি
Mirajkhan বলেছেনঃ
আমি পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির মন্তব্যকে তীব্র নিন্দা জানাচ্ছি……লিমনকে নিয়া তাদের এরকম প্রতিক্রিয়া ব্যাক্ত করা উচিত নয়…..তাদের ভাবা উচিত লিমন একজন ছাত্র…সে দিতে পারেনাই তার জীবন কাটছে বিষন্নতায় ….লিমনের এ কষ্টের জন্য সরকারই দায়ি…..সরকারকেই এরব্যায়বার বহন করতে হবে…..না হয় বিদাতা তাদেরকে মাফ করবেননা……
তুহিন বলেছেনঃ
একটি বাহীনির একজন সদস্যের পক্ষে সমগ্র সরকার ও সরকারি দল ঝাপিয়ে পড়ল, নিজেদের বিতর্কিত করল। রাতারাতি কিছু করা না গেলে রাত পোহালেই যে নির্বাচন তখন কী করবেন। ভুল স্বীকার করে লিমনকে সন্ত্রাসী বানাতেই হবে এমন প্রচেষ্টা থেকে ফিরে আসুন।