হাসিনা-খালেদার বিদেশি ডিগ্রী,পদক ও সম্মাননা এবং বিমান বন্দরে সংবর্ধনা

মোঃ হাসেম
Published : 28 May 2011, 05:02 AM
Updated : 28 May 2011, 05:02 AM

বিদেশ সফরে যাওয়ার পর বিদেশিরা এবং বিভিন্ন বিদেশী সংস্থা,তাদের ভাষায় নানান ক্ষেত্রে "বিরল অর্জন,অবিস্মরনীয় ভূমিকা" ইত্যাদি নানান কারনে,শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নানান ধরনের ডিগ্রী,পদক ও সম্মাননায় ভূষিত করে করে থাকে।যথারিতি এবার ও আমেরিকার নিউ জার্সিতে খালেদা জিয়াকে এবং ফ্রান্সে শেখ হাসিনাকে সে রকম সন্মাননা ও পদক প্রদান করা হয়েছে।তবে কৌতুহলের ব্যাপার এই যে,যে কারনে এ সব সন্মাননা,পদক এবং ডিগ্রী,দেশের ভিতরে মানুষ কিন্ত সে সবের বাস্তবতা খুব একটা অনুভব করেনা।

হ্যাঁ,অনুভব করে,রাজপথে এ কারনে তাদের(হাসিনা-খালেদাদের) অতি ভক্তদের উত্তাল আনন্দ মিছিল-শোডাউনের ফলে সৃষ্ট যানজট-দুর্ভোগে জর্জরিত হওয়ার কালে।আর অনুভব করে হাসিনা-খালেদারা দেশে ফেরার পর,বিমান বন্দরে সংবর্ধনার নামে শোডাউন-মিছিলের কারনে সৃষ্ট অস্বাভাবিক দূর্ভোগ ও যানজটে পরে।

এমতাবস্থায় অসহায় মানুষের মনে প্রশ্ন জাগে,হাসিনা-খালেদারা বিদেশ সফর করবেন,বিদেশী রাষ্ট্রপ্রধান-কর্ণধারদের সাথে দেখা করবেন, রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট নানান প্রসঙ্গে মতবিনিময় করবেন-চুক্তি করবেন এবং সফর শেষে দেশে ফিরে আসবেন ইহা একটি অতি স্বাভাবিক ব্যাপার।এর জন্যই তারা(হাসিনা-খালেদারা)প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। ইহা তাদের দায়-দায়িত্বের অংশ।এতে করে তারা কি এমন মহাভারত জয় করে বা দেশ ও জাতির জন্য কি এমন হাতী-ঘোড়া কামাই করে দেশে ফিরছেন যে,এতো ঢাকঢোল পিটিয়ে,মানুষের জন্য এতো দূর্ভোগ-যন্ত্রণার সৃষ্টি করে,তাদেরকে বিমান বন্দরে সংবর্ধনা দিতে,তথাকথিত মিছিল-শোডাউন-গণজমায়েত করতে হবে?

হিলারী-ক্যামেরুন-ওবামাদের সাথে একটু দেখা করতে পারা বা হিলারী-ক্যামেরুনরা একটু হেসে কথা বলার নাম যদি হয় "বিরল অর্জন"(?)এবং এর জন্য যদি এই আনন্দ মিছিল-শোডাউন-বিমানবন্দর সংবর্ধনা,তাহলে হতচকিত হওয়া ছাড়া এ ব্যাপারে আর কিইবা বলার আছে!!

বরং বিদেশে গিয়ে কোন কোন সময়ে,আমাদের আভ্যন্তরীন ব্যাপারে বিদেশীদের কাছে নালিশ দেয়া,সাহায্য-সহায়তা বন্ধ বা স্থগিত করে দিয়ে,প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করার মাধ্যমে নিজেকে ক্ষমতায় যেতে সহায়তা চেয়ে,দেশ ও জাতির জন্য ক্ষতিকর আবদার রাখা,প্রাইমারী স্কুলের বাচ্চাদের মতো " স্যার-হাসিনা আমাকে থুথু দিয়েছে,স্যার-খালেদা আমাকে ধাক্কা মেরেছে" জাতির জন্য মর্যাদাহানিকর ইত্যাদি নানান হীন মতলবী কর্মকান্ডের জন্য,দেশে ফেরার পর,বিমান বন্দরে তাদের(খালেদা-হাসিনা)কে ধিক্কার জানানো দরকার।