যোগাযোগমন্ত্রীর ধাপে ধাপে

মোঃ হাসেম
Published : 17 June 2011, 12:44 PM
Updated : 17 June 2011, 12:44 PM

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, রাজধানীর যানজট কমাতে এবং ঢাকার বাইরে উন্নত এলাকাগুলোতে মানুষের যাতায়াত সহজ করতে দেশের সব মহাসড়ক ধাপে ধাপে চার লেনে উন্নীত করা হবে।
মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে জানতে ইচ্ছে করে – তার এই 'ধাপে ধাপে' সমান সমান কত বৎসর? আড়াই বৎসর তো পার হয়ে গেল! শেষের এক বৎসর পার হয়ে যাবে নির্বাচনী ডামাডোলে।তাহলে সময় হাতে মাত্র বৎসর দেড়েক। এই সময়ের মধ্যে মন্ত্রীর কথিত 'ধাপে ধাপে' আর কি বা কতটুকু হবে ? খোদ রাজধানী সহ সারা দেশের রাস্তাঘাটের যে শোচনীয় অবস্থা!!কোনো কিছুই করা হয় নাই পার হয়ে যাওয়া আড়াই বৎসরে।এ নিয়ে শধু নিজ দলের সাংসদরা প্রশ্ন তোলেন নাই, দুর্ভোগে জর্জরিত দেশের মানুষ ও মনে করছে-স্মরণ কালের সবচেয়ে অযোগ্য যোগাযোগ মন্ত্রনালয়।