‘ট্রানজিটের নামে করিডোর মানা হবে না'(??)

মোঃ হাসেম
Published : 7 Sept 2011, 07:45 AM
Updated : 7 Sept 2011, 07:45 AM

জনাব এম কে আনোয়ার গতকাল(০৬/৯/১১) প্রসংগক্রমে তার এক বক্তব্যে বলেছেন 'ট্রানজিটের নামে করিডোর মানা হবে না'। জনাব আনোয়ারের মাথায় এমন "করিডোর-করিডোর"কিলবিল করছে কেন-বুঝা যাচ্ছে না।ট্রানজিট আর করিডোর তো ভিন্ন জিনিষ ।ট্রানজিট প্রথা দুনিয়ার অনেক দেশেই কিন্ত আছে।তিনি আরো বলেছেন-"বিএনপি ক্ষমতায় গেলে ইন্ডিয়ার সাথে এ সরকারের করা সব চুক্তি বাতিল করা হবে"।এটা কি তার নিজের কথা,না কি তার দলের কথা?তাই যদি হয় তা হলে তার দলের নেত্রী আজ সফর রত ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন কেন?-"বিএনপি ক্ষমতায় গেলে ইন্ডিয়ার সাথে এ সরকারের করা সব চুক্তি বাতিল করা হবে"-একথা বলার জন্যই কি? 'অতিবিজ্ঞ' বলে কথিত আর একজনের(মাহমুদুর রহমান) কথা, ট্রানজিট চুক্তি যে দিন হবে,সেদিনই নাকি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শেষ দিন(??)।প্রশ্ন জাগে জনাব এম কে আনোয়ার-মাহমুদুর রহমানরা তদের এই ভারত বিদ্বেষী অচল কার্ড দ্বারা এদেশের মানুষকে আর কত বিভ্রান্ত করবেন!!