প্রকৃত যুদ্ধাপরাধী তাহলে কারা মাননীয় বিরোধীদলীয় নেত্রী?

মোঃ হাসেম
Published : 4 Oct 2011, 07:17 AM
Updated : 4 Oct 2011, 07:17 AM

বেগম খালেদা জিয়ারা প্রায়ই বলে থেকেন,'প্রকৃত যুদ্ধাপরাধীদের'বিচার না কি তারাও চান!!প্রস্ন হলো কারা খালেদা জিয়াদের এই "প্রকৃ্ত যুদ্ধাপরাধী"? এই গোলাম আজম-নিজামী-সাকা চৌধুরী-মুজাহিদ-আঃআলীম-সাঈদী গংরা কি প্রকৃ্ত যুদ্ধাপরাধী নয়? এরা না হলে আর কারা খালেদা জিয়াদের এই "প্রকৃ্ত যুদ্ধাপরাধী"? এ প্রসঙ্গে খালেদা জিয়ারা আকারে-ঈঙ্গিতে,আওয়ামীলীগের মধ্যে অবস্থানকারী যাদের কথা বলে থাকেন বা বলতে চান, তাদের কাতারের স্বাধীনতাবিরোধীর সংখ্যা কিন্ত বিএনপিতে হাজারে হাজার।কেননা দুই-তিন ভাগের মুসলীমলীগ,পিডিপি,ন্যাপ-ভাষানীর একাংশ গং,৭১ এর পরাজিত শক্তি এবং এদের দোসর ও বংশবদরাই বিএনপি'র মূল শরীর।এদের বাপ-দাদা বা বংশবদরাই ছিলেন, দালাল-রাজাকার-শান্তিকমিটি ইত্যাদি নানান নামে পাকিস্তানি হানাদারদের সহযোগী ও দোসর। ঠিক আছে বিএনপি যদি এদের সবারই বিচার করতে চায়,খুব ভালো কথা।সু-স্বাগতম।খালেদা জিয়ারা তাহলে এমন ঘোষনা দিলেই পারেন যে, "আমরা ক্ষমতায় গেলে,কেবল মাত্র এই গোলাম আজম-নিজামী-সাকা চৌধুরী-মুজাহিদ-আঃআলীম-সাঈদী গংদেরই নয়,সারা দেশের সকল 'স্বাধীনতা বিরোধী এবং পাক হানাদারদের দোসরদের কাউকেই ছাড়বোনা, সকলকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো।দেশের মানূষ বেগম জিয়াদের এমন ঘোষনাকে স্বাগত জানানোর অপেক্ষায় রইলো।