তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বিবেচনা করা উচিত

মোঃ হাসেম
Published : 4 Oct 2011, 01:57 PM
Updated : 4 Oct 2011, 01:57 PM

বলতে দ্বিধা নেই আমি আওয়ামী পক্ষের একজন। যা কিছুই হোক না কেন মন্দের ভালো হিসাবে আমি আওয়ামী লীগকেই ক্ষমতায় চাই। কিন্ত এদেশের জাতীয় নির্বাচন তত্ত্ববধায়ক সরকারের অধীনে হোক,তা আমি চাই। এবং তা শুধু একবার-দুবারের জন্য নয়, সবসময়ের জন্য।কেননা এতে দোষের কিছু নাই। যারা তত্ববাধায়ক সরকার পদ্ধতিকে 'গণতান্ত্রিকতার সাথে অসামঞ্জস্যপূর্ণ' বলে মতামত দেন,তাদের সাথে আমি দ্বিমত পোষন করি। সকল দল ও মতের ঐক্যমতে, নির্বাচিত জাতীয় সংসদে পাশ হওয়ার পর, কোন কিছু আবার অগনতান্ত্রিক, অসাংবিধানিক বা গণতন্ত্রের সাথে অসামঞ্জস্য পূর্ণ হয় কি করে? আর কোথায় কি আছে এবং কি নাই, সেটা বড় কথা নয়।বড় কথা হলো আমাদের বাস্তবতায় ইহার দরকার অপরিসীম। এভাবে তাড়াহুড়া করে তত্ববাধায়ক বাতিল করাটা এই সরকারের উচিৎ হয়নি, যা কোন সৎ উদ্দেশ্যের পরিচয় বহন করেনা। এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার দলের নেতারা যা যা বলছেন, এগুলি খোঁড়া যুক্তি। এসব খোঁড়া যুক্তি দেশের মানুষের কাছে গ্রহণীয় হবে বলে মনে হয়না। সুতরাং তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বিবেচনা করা উচিত।