আ.লীগ ছেড়ে আসুন, যোগ্য পদ দেব!!

মোঃ হাসেম
Published : 28 Nov 2011, 03:26 PM
Updated : 28 Nov 2011, 03:26 PM

শিরোনামের কথাটি বিএনপি দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার। খুলনা অভিমূখে রোড মার্চ কালে তিনি তার বক্তব্যে বলেন –"আওয়ামী লীগে যাঁরা দেশপ্রেমিক আছেন, দল ছেড়ে চলে আসুন। আপনারা বিএনপিতে যোগ দিন। দেশের উন্নয়নের জন্য আমাদের সঙ্গে কাজ করুন। আমরা আপনাদের প্রাপ্য মর্যাদা দেব, যথাযোগ্য পদ দেব"-এ প্রসঙ্গে সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের একটি মন্তব্যের (সূত্র-প্রথম আলো ২৬/১১/১১) প্রতি বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষন করছি। দেশের রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে বলতে গিয়ে বিচারপতি হাবিবুর রহমান মন্তব্য করেন,-" গত ৩৫ বছরে ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দল লেবার পার্টির প্রধানের পদে সাতবার পরিবর্তন এসেছে। অথচ বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান যথাক্রমে ৩০ ও ২৭ বছর ধরে স্বপদে বহাল রয়েছেন"।এখন কথা হলো বেগম জিয়ার কথিত আওয়ামীলীগের দেশপ্রেমিকরাতো দৃঢ়চেতা,ব্যাক্তিত্ববান,রাজনীতিতে পরিক্ষীত এবং নেতৃত্বের গুনাবলীতে সমৃদ্ধ।তারাওতো আমাদের চলমান রাজনৈতিক সংস্কৃতির ব্যাপারে, মনে প্রানে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মতো একই চেতনা-বোধ পোষন করেন।তারাতো মতলববাজ চাটুকারদের মতো,কোন ব্যাক্তি পূজার প্রতিযোগিতায় লিপ্ত হবেননা, পাছার কাপড় তুলে তারেক বন্দনায় নেমে যাবে্ননা, 'জিয়ার স্ত্রী বলে খালেদা জিয়া,আর খালেদা জিয়ার পুত্র বলে তারেক জিয়া'-এদেশে পরিবারতন্ত্রের এই দর্শনকে মেনে নিতে চাইবেনা। জানতে ইচ্ছা হয় তখনও কি বেগম জিয়া,তার কথিত দেশপ্রেমিক আওয়ামীলীগ নেতাদের তার দলে নিবেন এবং প্রাপ্য মর্যাদা ও যথাযোগ্য পদ দেবেন? তারা তো অনেকেই দলীয়প্রধান এবং প্রধানমন্ত্রী পদের জন্যও, বেগম জিয়ার চেয়ে বেশি যোগ্যতা রাখেন। তিনি কি তাদের জন্য দলীয়প্রধান এবং প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিবেন?