ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটি ও যানজট

মিল্টন
Published : 25 July 2012, 02:55 PM
Updated : 25 July 2012, 02:55 PM

ঢাকা শহরের শ্যামলী সিগন্যাল পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। ঢাকার কল্যাণপুর, আদাবর, আগার গাঁও ও আসাদগেট হয়ে আসা গাড়ী গুলো শ্যামলী সিগন্যাল পয়েন্ট দিয়ে যাটায়াত করে। ফলে এখানে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আর তীব্র যানজটের অন্যতম কারণ হচ্ছে আজিমপুর-নিউমার্কেট থেকে ছেড়ে আসা গণপরিবহণ গুলো আসাদগেট সিগন্যাল পয়েন্ট হয়ে খামারবাড়ী দিয়ে মিরপুর-১০ এর উদ্দেশ্যে সহজেই যাতায়াত না করে শ্যামলী সিগন্যাল পয়েন্ট দিয়ে যাতায়াত করছে। এর ফলে সৃষ্ট তীব্র যানজটের কারণে অফিসমুখো যাত্রি সাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এ ব্যাপারে ট্রাফিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছি।