ফার্মগেট ফুটওভার ব্রীজে পারাপারে সমস্যা

মিল্টন
Published : 6 August 2012, 11:03 AM
Updated : 6 August 2012, 11:03 AM

ফুটওভার ব্রীজ পথচারীদের রাস্তা পারাপারের নিরাপদ মাধ্যম। সেই ফুটওভার ব্রীজেই যদি পথচারীদের নিরাপদ পারাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তবে পথচারীদের ঝুঁকি নিয়ে সরাসরি রাস্তা পারাপার করা ছাড়া গত্যন্তর থাকে না। ঢাকা শহরের প্রাচীনতম ও ব্যস্ততম ফার্মগেট ফুটওভার ব্রীজে পথচারীদের পারাপারে সমস্যা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। ব্রীজের দুই পাশে সারিবদ্ধ হকার আর মাঝ বরাবর ভিক্ষুকের নিয়মিত উপস্থিতি লক্ষণীয়। ফলে ফার্মগেট ফুটওভার ব্রীজ পথচারীদের জন্য পারাপারের অপরিহার্য অথচ যন্ত্রণাদায়ক মাধ্যমে পরিণত হয়েছে। পথচারীদের এহেন দৃশ্যমান সমস্যা নিরসনের জন্য প্রশাসনের দায়িত্বশীল কেউ আছে বলে মনে হয় না। এ যেন সবকিছু দেখেও না দেখার ভান করার মতো অবস্থা। এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করছি।