যানজটের কারণসমূহ ও করণীয়

মিল্টন
Published : 11 August 2012, 02:23 PM
Updated : 11 August 2012, 02:23 PM

ঢাকা শহরের যানজটের কারণ সমূহ নিম্নরুপ:

১। অপরিকল্পিত সিগন্যাল ব্যবস্থা
২। ত্রুটিপূর্ণ ট্রাফিক ব্যবস্থাপনা
৩। সড়ক পথের সংকীর্ণতা ও অপ্রতুলতা
৪। ট্রাফিক আইন সম্পর্কে চালকের অজ্ঞতা ও উদাসিনতা
৫। সড়ক পথে যত্রতত্র যখন তখন অপরিকল্পিত ও সমন্বয়হীনভাবে খোঁড়াখুঁড়ি করা
৬। প্রাইভেট কার(ব্যক্তিগত) এর আধিক্য প্রভৃতি।

উপরোক্ত সমস্যা সমূহকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করা হলে ঢাকা শহরের যানজট সমস্যার অনেকটা সমাধান হবে বলে আশা করা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছি।