যানজট নিরসনে আন্তশহর রেল

মিল্টন
Published : 23 August 2012, 11:28 AM
Updated : 23 August 2012, 11:28 AM

ঢাকা শহরের সড়ক পথের যানজট সমস্যার সমাধানের জন্য নানামুখী পদক্ষেপ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হলেও বাস্তবে কোন কিছুই ফলপ্রসু হচ্ছে না। এ ব্যাপারে পরিকল্পিত উড়ালসড়ক ব্যবস্থাও ভাল ফল বয়ে আনবে না বলে বিশেষজ্ঞদের অভিমত। এমতাবস্থায় সড়কপথে বিভিন্নমুখী পদক্ষেপ না নিয়ে পুরো ঢাকা শহরে রেললাইন স্থাপন পূর্বক আন্তশহর রেল (মেট্রো রেল) চালু করা খুবই প্রয়োজন। এতে করে যানজট ও গণপরিবহন সমস্যার সমাধানের পাশাপাশি যাত্রি সাধারণের বিরাজমান চরম দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা যায়। এ ব্যপারে সরকারের উদ্যোগী ভূমিকা প্রত্যাশা করছি।