ফার্মগেট ফুট ওভার ব্রীজের জরুরী সংস্কার প্রয়োজন

মিল্টন
Published : 7 Oct 2012, 09:23 AM
Updated : 7 Oct 2012, 09:23 AM

ঢাকা শহরে স্থাপিত ফুট ওভার ব্রীজ গুলোর মধ্যে ফার্মগেটে অবস্থিত দুটি ব্রীজই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনই অগনিত পথচারি উক্ত ফুট ওভার ব্রীজদ্বয় দিয়ে পারাপার হচ্ছে। কিন্তু পর্যাপ্ত সংস্কারের অভাবে ব্রীজ দুটোই জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ অবস্থায় আছে। বিশেষ করে আনন্দ সীনেমা হল – তেজগাঁও বালিকা উচচ বিদ্যালয় বরাবর স্থাপিত ফুট ওভার ব্রীজটির অবস্থা খুবই করুন। ব্রীজটির সিড়িগুলোর অধিকাংশ পাদানির লোহার বিটগুলো ভেঙ্গে প্রায় বিলিন হয়ে গেছে। ফলে পথচারীগণ প্রায়শঃই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে উভয় ব্রীজই সংস্কার করা প্রয়োজন। এ ব্যপারে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছি।