বিআরটিএ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা

মিল্টন
Published : 29 Oct 2012, 04:16 PM
Updated : 29 Oct 2012, 04:16 PM

গাবতলী-যাত্রাবাড়ী রুটে ২১/এ ও ২২/এ নং (সাবেক ৮ নং) মিনিবাস গুলো লোকাল বাস সার্ভিস হিসাবে দীর্ঘদিন যাবৎ চলাচল করছে। কিন্তু উক্ত বাসগুলোর কন্ডাক্টর ও যাত্রীদের মধ্যে প্রতিদিনই অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাক-বিতন্ডা এমনকি হাতা-হাতি পর্যন্ত হচ্ছে। অভিযোগ আছে যে, উক্ত বাসগুলোর কন্ডাক্টররা যাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে ২ থেকে ৫ টাকা পর্যন্ত অধিক ভাড়া আদায় করছে নিয়মিতভাবে। প্রশাসনের নাকের ডগা দিয়ে গায়ের জোরে তারা এহেন নিয়ম বহির্ভূত কাজ অবাধে করে যাচ্ছে। এ ছাড়া উক্ত মিনিবাস গুলোর ফিটনেস সার্টিফিকেট এমনকি বেশির ভাগ চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই বলে গুরুতর অভিযোগ রয়েছে। এ ব্যপারে বি আর টি এ কর্তৃপক্ষের আশু নজরদারি কামনা করছি।