নতুন দ্বিতল বাস সার্ভিস পরিচালনায় অনিয়ম

মিল্টন
Published : 14 Nov 2012, 04:40 PM
Updated : 14 Nov 2012, 04:40 PM

সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন রুটে নতুন কিছু দ্বিতল বাস সার্ভিস চালু করা হয়েছে।এর মধ্যে গাবতলী-মতিঝিল রুটে কিছু দ্বিতল বাস চলাচল করছে। কিন্তু উক্ত রুটের বাস সার্ভিস পরিচালনাকারীদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হচ্ছে। বাসের চালক-কন্ডাক্টরগণ ডাইরেক্ট বাস সার্ভিসের অজুহাত দেখিয়ে লোকাল বাসের মত স্থানে স্থানে থামিয়ে যাত্রী বোঝাই করে ডাইরেক্ট বাসের ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রী সাধারণের কাছ থেকে।এই নিয়ে প্রতিদিনই যাত্রী ও কন্ডাক্টরের মধ্যে কথা কাটাকাটি এমনকি হাতাহাতি পর্যন্ত গড়াচ্ছে।আসলে উক্ত বাস সার্ভিসের চলাচলে অনুমোদন কি ডাইরেক্ট না লোকাল আর ভাড়ার পরিমাণ কি নির্ধারণ করা আছে, বিআরটিএ কর্তৃপক্ষের নিকট ভূক্তভোগী যাত্রী সাধারণের প্রশ্ন। এ ব্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছি।