আমরা কী খাচ্ছি?

মিল্টন
Published : 15 March 2015, 08:50 AM
Updated : 15 March 2015, 08:50 AM

আমরা এখন কি খাবার খাচ্ছি? এক কথায় বিষাক্ত খাবার। ফল খাবো! তাতে মেশানো হচ্ছে বিষাক্ত ফরমালিন। ফার্মের ব্রয়লার মুরগি খাবো! ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি খাবার এখন ব্রয়লার মুরগির প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আমরা এ সব ব্রয়লার মুরগি খাচ্ছি অর্থাৎ বিষাক্ত ক্রোমিয়াম সমৃদ্ধ মাংস খাচ্ছি। যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো দেখার যেন কেউ নেই। আমরা হতবাক হয়ে যাই কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে অবাধে এহেন মারাত্মক অপরাধ সংঘটিত হচ্ছে। তাই সময় ক্ষেপন না করে খাদ্য দ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে   দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছি।