আমরা মানুষ জাতিটা খুব শয়তান। যত ধরনের হারামিপনা এই মানুষ জাতির মধ্যেই দেখা যাবে। আমরা যে কতটা নির্লজ্জ, বেয়াদব, বেহায়া, বেশরম, অপদার্থ তা দেখার জন্য বিশ্বের অন্য কোথাও যেতে হবেনা, আমাদের দেশেই এমন বহু লোককে দেখা যাবে। আমি খুব আশ্চর্য হয়ে যাই যখন দেখি সাগর-রুনী হত্যাকাণ্ড নিয়ে কিছু কিছু ব্যাক্তি একেবারেই চুপচাপ। কোন রকম সহানুভূতি তো দূরের কথা, এই সাগর-রুনীর ৫ বছরের যে ছোট্ট একটি শিশু আছে তার দিকে চেয়েও যে কিছু বলা বা করা তা একেবারেই দেখা যায়নি এদের ক্ষেত্রে। এরা অনুপস্থিত ছিল এবং এখনও আছে। অথচ সমাজে এদের আমরা গন্যমান্য, স্বনামধন্য ব্যক্তি হিসেবে জানি। ছি! এদের কি ছেলে মেয়ে নাই?? এদের কে কি হিসেবে আমরা শ্রদ্ধা করি! এদের বুদ্ধিজীবী না বলে বেঈমানজীবী বলা উচিত। আমি কারো নাম এখানে নিতে চাইনা। যাদের কথা বলছি এদের অনেককেই আপনারা বিভিন্ন টক শো বা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন, এরা মিডিয়ায় আসা যাওয়া বেশ ঘনঘনই করেন। এরা আসলে লোভী! ইতর! শয়তানের চেলা!
আমরা মানুষ জাতিটা খুব শয়তান
ক্যাটেগরিঃ নাগরিক আলাপ
বাঙাল বলেছেনঃ
মানুষ জাতিটা শয়তান নারে ভাই, মানুষের ভিতর যখন শয়তান ঢুইকা পড়ে তখন মানুষ, “শয়তান মানুষ” হয়ে যায়। শুধু সাগর-রুনি নয় একজন দরিদ্র গার্মেন্টস কর্মী দম্পতির হত্যাকান্ডের ঘটনায়ও আমাদের সমভাবে ব্যথিত হওয়া উচিত, কারণ তারাও মানুষ তাদের সন্তান “মজনু মিয়া”ও তাদের কাছে আদরেরই। আমাদের গোষ্ঠী কেন্দ্রীকতা আমাদের দীনতার বহিপ্রকাশ।