বিশেষ রাত নিয়ে একটি প্রশ্ন!

মির্জা আরিফুর রহমান
Published : 29 June 2012, 06:12 PM
Updated : 29 June 2012, 06:12 PM

প্রথমে একটু ধারনা নেন : ধরেন পৃথিবী নিজ কক্ষপথে এবং অক্ষপথে ঘুরছে । সেই সুবাধে, আমরা মুসলিমরা চব্বিশটা ঘন্টায়'ই নামাযরত অবস্থায় থাকি । একটু বোঝার জন্য বলি, ঢাকায় যে ওয়াক্তে মাগরিবের নামায পড়া হয়, চট্টগ্রামে তার ৬-৭ মিনিট আগে পড়া হয় । একইভাবে রাজশাহীতে ঢাকারও একটু পরে পড়া হয়…………এভাবে পুরো পৃথিবীতে যদি হিসেব করা হয়, তাহলে বাংলাদেশে যদি ৬টায় মাগরিব পড়া হয় তাহলে দিল্লীতে ৫:৩০ টায়, লাহোরে ৫ টায়……। মোট কথা একটি ওয়াক্ত নামাযের হিসেবে পৃথিবীতে ২৪টি ঘন্টায়'ই কেউ না কেউ মাগরিবের ফরয নামাজ পড়ছে ।

এবার, আপনি যে ধর্মালম্বী হোন না কেন , আপনার জন্য একটা প্রশ্ন । ধরেন, আপনার ধর্মীয় মত অনুযায়ী অমুক রাত একটি বিশেষ রাত । ধরেন, আমাদের শবে বরাত । এখন, প্রশ্নটা হলো ওই রাতটা কোথাকার জন্য প্রযোজ্য হবে ? একটু বোঝার জন্য বলি, আজকে আমাদের এখানে চাদ দেখা গেল,এর আগের দিন আরবে, এর আগের দিন আমেরিকাতে……তাহলে বলতে হবে ওই বিশেষ ধর্মীয় দিনটি কাদের ভাগ্যে জুটল ? একটা রাতের কথা বলা হয়েছে অথচ এখানে তিনটা রাত হয়ে গেল ! বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না, জ্ঞানী কেউ থাকলে দয়া করে বুঝিয়ে দেন ।