আওয়ামী লীগে একটু সংস্কার দরকার!

মির্জা আরিফুর রহমান
Published : 7 July 2012, 08:07 AM
Updated : 7 July 2012, 08:07 AM

আমরা মনে করি না যে বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে । মনে করি না যে বিএনপি ক্ষমতায় আসলে খাম্বা(মামুন) বেচা বন্ধ হবে ! অতীত অভিজ্ঞতা থেকে বরং মনে হয়, এর আগের পাচঁ বছরে দেশে যে বোমাবাজি(উলফা,জেএমবি), অস্ত্র চোরাচালান(উলফা) ,গুম(জামাল উদ্দিন), দূর্নীতি(বাবর,ফালু,তারেক), সন্ত্রাস(বাংলা ভাই),অর্থ পাচার(কোকোর টাকা সিঙ্গাপুরে এখনো জব্দ),বিদ্যুত ব্যবস্থার বেহাল অবস্থা(ওরা কাজ করলে এখন এ খাতে কোন সমস্যা থাকত না), জঙ্গী অর্থায়ন(গালিব)….ইত্যাদি, ইত্যাদি , এইসব আবার চালু হইতে পারে । তাই, কোন মতেই বিএনপিরে সাপোর্ট করতে পারি না । বর্তমান আওয়ামীলীগের একটা বড় দোষ হইল ওরা একটু কথা বেশি কয়…. এই তো যেমন কয়েকদিন আগে একজন মন্ত্রী রোড একসিডেন্টের পর কইল "কোন মুসলমানের মৃত্যুই অকাল মৃত্যু নয়" । এ ছাড়া আর তেমন কোন দোষ দেখিনা ! আর আওয়ামীলীগের ভিতরে যেসব বামপন্থী (আবুল, সুরঞ্জিত) ঢুকছে ওইগুলোরে খেদায় বের করে দেওয়া উচিত…..ইতিহাস'ত বলে এরা কোনদিন'ই বঙ্গবন্ধুর আওয়ামীলীগের অংশ ছিল না ! তাই একটু সংস্কার দরকার, বঙ্গবন্ধুর স্বপ্নের সঠিক বাস্তবায়ন দরকার ।