সুযোগ হাতছাড়া করা যাবে না

মির্জা আরিফুর রহমান
Published : 1 Feb 2013, 05:04 PM
Updated : 1 Feb 2013, 05:04 PM

দাড়ি-টুপি ওয়ালা বড় মাওলানা হইলে কি তোমার বাবার খুনিদের মাফ কইরা দিবা ? না…কখনই না ।

যদি কেউ আল্লাহর আঈন প্রতিষ্ঠার জন্যে তোমার মুসলিম মা'রে ধর্ষন করে? না..কখনই না । সুযোগ পাইলে টুকরো-টুকরো করব ।

তাহলে বন্ধু শুনে রাখ, ৪০ বছর পরে সুযোগ এসেছে সেই সব লোকেদের জন্যে যাদের প্রতি উপরোক্ত অত্যাচার দুটি করা হয়েছিল । তবে তুমি কি তাদের সেই সুযোগ গ্রহনে সহযোগীতা করবে না !! কেউ কেউ বলে আওয়ামী লীগেও যুদ্ধপরাধী আছে হ্যাগো বিচারও কইরতে হইব …. হ্যা করবা…সামনে যখন বিএনপি ক্ষমতায় আসব তখন ওদের থেকে ধইরা ধইরা বিচার কইরা ফাসিতে ঝুলাই দিবা । আর কোন সমস্যা আছে ? তারপরেও ৪০ বছর পরে যে বিচার শুরু হইছে তারে বাধাগ্রস্থ কইর না, এইটা তো মাত্র শুরু…একজন রাজাকারও জীবিত থাকা অবস্থায়ও যেন এর শেষ না হয়….আল্লাহর কাছে এইটাই চাই । মনে রাইখ আকাশের পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া নড়ে না ….যদি আল্লাহকে বিশ্বাস কর, তাহলে বুকে হাত দিয়ে বলো তো আজরাঈল ছাড়া অন্য কেউ কি রাজাকারদের জান কবজ করতে পারব ? পারব না।।