মিসড কল!!!!!

প্রিতম মিচেল রদ্রিগেস
Published : 28 Jan 2013, 04:38 AM
Updated : 28 Jan 2013, 04:38 AM

গতকাল ২৭ জানুয়ারী ২০১৩ বাংলাদেশ এর ২ জন ব্যক্তির আহবানে জেগে উঠেছিল ৩ লক্ষ মানুষ…ফেসবুক এর মধ্যমে এই আন্দোলনে শুরু হয়…..তারা স্বতঃস্ফূর্ত ভাবে পালন করল missed call দিবস……তাদের missed call দেবার উদ্দেশ্য ছিল মোবাইল অপারেটরদের অত্যাচার হতে রেহাই পাওয়া………..।

missed call দিলে মোবাইল অপারেটরদের কোন ইনকাম হই না বরং ক্ষতি হয়……মোবাইল অপারেটররা অন্যান্য দেশের তুলনায় অতিরিক্ত internet এর বিল আদায় করে……..২০০৯ হতে ২০১৩ পর্যন্ত মোবাইল অপরাটেররা নেট এর বিল এবং স্পিড এর তেমন কোন পরিবর্তন আনেনি……কিন্তু আমরা লক্ষ করলে দেখতে পারি আমাদের প্রতিবেশী দেশগুলোতে নেট এর স্পিড এবং usage এর তুলনাই বিল অনেক কম এবং সময়ের সাথে তারা আরও উন্নত হচ্ছে………শুধু আমরাই বঞ্ছিত, শোষিত এবং অন্ধকার আচ্ছন্ন …………..।

তাই গতকাল পালিত হয় MISSED CALL দিবস………..।