শত বছরেও তাঁর গান আজো সমানভাবে প্রাসঙ্গিক। লালন সাঁইয়ের সম-সাময়িক নিরক্ষর কবি পাগলা কানাই ১৭৭২ সালে জন্ম নেন এবং ১৮৯০ সালে মৃত্যু বরণ করেন। এ পর্যন্ত কবির রচিত ৫১৭টি গান সংগ্রহ করা গেছে। তবে বড় ধরনের পরিচিতি আজও পায়নি পাগলা কানাইয়ের গান।
পালিত হলো মরমী কবি পাগলা কানাইয়ের ২০১ তম জন্মজয়ন্তী
ক্যাটেগরিঃ ফটো
অনার্য তাপস বলেছেনঃ
এই প্রতিকৃতির সূত্রটা জানাবেন দয়া করে।