৪ এপ্রিল হরতাল ধর্মব্যবসার

নাহুয়াল মিথ
Published : 1 April 2011, 04:00 AM
Updated : 1 April 2011, 04:00 AM

গত ৩১ মার্চ কেন্দীয় শহীদ মিনারে 'নারীর অধিকার ও মর্যাদা রক্ষায়' সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সমাবেশে বক্তারা বলেন নারীর সমাধিকার বিরোধিতা করে প্রগতিশিলতার বিপক্ষে , মুক্তিযুদ্ধের চেতনার লড়াইকে চ্যালেন্জ্ঞ করে নিজেদের শক্তিমত্তার জানান দিতে ৪ এপ্রিল হরতাল ডেকেছে ধর্মান্ধগোষ্ঠী।

নুরজাহান,মহিমা, সিমি, ফাহিমা , পূর্ণিমা এরকম অগুণতি নামের পাশে সম্প্রতি যোগ হয়েছে হেনা। নারীর বিরুদ্ধে সহিংসতা নতুন নয়। বাড়ছে এর মাত্রা।

ধর্মান্ধগোষ্ঠী যথেচ্ছ ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। সরকার প্রণীত নারীনীতি বিরুদ্ধে হরতাল ডেকেছে ৪ এপ্রিল। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি লুকিযে আছে এই ধর্মান্ধগোষ্ঠী পিছনে।

নাসিরউদ্দিন ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর, রামেন্দ্র মজুমদার, রাশেদা কে চৌধুরী, লায়রা হাসান, গোলাম কুদ্দুস, মেরিনা জাহান, ফেরদৌসি মজুমদার, মেরিনা জাহান, রিজিনা ওয়ালী রিনা প্রমুখ।