দ্বিতীয় সত্ত্বার রূপকথা

নাহুয়াল মিথ
Published : 2 May 2011, 04:22 AM
Updated : 2 May 2011, 04:22 AM

আমার যাপিত জীবনটা মধ্যবিত্ত এক মানুষের। তবে, ভিতরে আরেকটা সত্ত্বা রয়েছে- যে মানুষটা কবিতা পড়তে ভালোবাসে, সমাজতন্ত্রের স্বপ্ন দেখে। দুইটা আলাদা সত্ত্বা বিরাজ করে এক মানুষে। আমার দ্বিতীয় সত্ত্বাটি ড. জেকিলের আর যাপিত মধ্যবিত্ত সত্ত্বায় মিঃ হাইড ।

ইকুয়েডরে সন্তান জন্মানোর পর তার 'নাহুয়াল' বা দ্বিতীয় সত্ত্বা নির্ধারণ করে। অনেকটা আমাদের দেশের জন্মতিথি গণনা করে রাশি নির্ধারণের মত। আমার নিজের দ্বিতীয় সত্ত্বাটা রূপকথার মত। তাই আমি নাহুয়াল মিথ (দ্বিতীয় সত্ত্বার রূপকথা)।

কয়েকটা লিটল ম্যাগে এই নামে কিছু কবিতা এসেছে। কিন্তু, আরো অনেক কিছু লিখার, নিজের বোধ গুলি লিখতে বড় ইচ্ছে করে। পারিনা। জানিনা কিভাবে লিখব। প্রতিটা মায়ের প্রসব বেদনার মতোন, বোধগুলি আমাকে যন্ত্রণা দেয়।

মধুর এই যন্ত্রণাগুলি

***
নিচের মন্তব্যগুলি আমার জীবনের লগবুকের অংশ। যে কেউ পড়তে ও মন্তব্য করতে পারেন।

***
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: নিম্নের কোন মন্তব্যের জন্য ব্লগপোষক বা সংকলক দায়ী নয়।