‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি থেকে সরে আসার আহ্বান

নাহুয়াল মিথ
Published : 14 May 2011, 07:16 PM
Updated : 14 May 2011, 07:16 PM

সিপিবি নারী সেলের উদ্যোগে গত ১৩ মে, শুক্রবার মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে 'প্রস্তাবিত নারীনীতি-২০১১' বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি'র ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা, শাহীন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. কাবেরী গায়েন, শিক্ষক ও সংগঠক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহ-সভাপতি অ্যাড. সুলতানা আক্তার রুবী, নারী আন্দোলনের সংগঠক আক্তার জলি, নারী সংহতির আহ্বায়ক শ্যামলি শীল, বৃত্ত্বা রায় দীপা, লুনা নূর প্রমুখ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন নারী সেলের সম্পাদক অ্যাড. মাকসুদা আক্তার লাইলী। সভা সঞ্চালনা করেন শিমুল খান।

ছবি- রতন দাস