অগ্নিকণ্যা প্রীতিলতা ওয়াদ্দেদার -এর জন্মশতবর্ষ উদযাপন

নাহুয়াল মিথ
Published : 31 May 2011, 03:01 PM
Updated : 31 May 2011, 03:01 PM

মুক্তি ও স্বাধীনতার লড়াইয়ে প্রাত:স্মরণীয় অগ্নিকণ্যা প্রীতিলতা ওয়াদ্দেদার -এর জন্মশতবর্ষ উপলক্ষে ৩১ মে ২০১১ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি মিলনায়তনে "ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম ও প্রীতিলতা" শীর্ষক প্রবন্ধ পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

"ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম ও প্রীতিলতা" শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনা করেন সাহিত্যিক সেলিনা হোসেন , সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আইনজ্ঞ রানা দাশগুপ্ত। আলোচনা অনুষ্ঠান সন্ঞ্চালন করেন কাফি রতন, সভাপতিত্ব করেন সাংবাদিক কামাল লোহানী।

আলোচনা সভা থেকে ইডেন মহিলা কলেজকে অগ্নিকণ্যা প্রীতিলতার নামে নামকরণের দাবী তুলে ধরা হয়। এছাড়াও দেশব্যাপী জন্মশতবর্ষ উদযাপন ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে পূর্ববঙ্গের ইতিহাস সংরক্ষেনের দাবী উপস্থাপিত হয়।

ছবি- রতন দাস