নিলফামারীর আঞ্চলিক ভাষায় লেখা নববর্ষ উপলক্ষ্যে একটি ছড়া

মোক্তারুজ্জামান
Published : 15 April 2012, 03:37 AM
Updated : 15 April 2012, 03:37 AM

কৃষকের নববর্ষ
মোক্তারুজ্জামান

হামার কিসের নববর্ষ ? ইরি ধানত পানি নাই।
বিহানে গেইছনু সার কিনিবার খালি হাতোত ঘুরি যাই।
কিস্তির টাকা দিবার নাগিবে কুনঠে এলা টাকা পাইম?
পন্থা খাইতে জীবন গেইল, আইজ এগনা উটি খাইম।

( কৃষক বলছে;
আমাদের কিসের নববর্ষ! ইরি ধানে পানি নাই (বিদ্যুত নাই/ডিজেল নাই ফলে সেচ বন্ধ)
সকালে গেলাম সার কিনতে, খালি হাতে ফিরে যাই। (টাকা কম কিংবা দোকান বন্ধ)
কিস্তির টাকা (গ্রামীন ব্যাংকের/এন।জি,ওর) দিতে হবে, কোথায় এখন টাকা পাব? ( নাহলে ওরা চামড়া ছিলে ফেলবে।)
পান্থা খেতেই জীবন গেল। আজ একটু রুটি খাব।
(রুটিটা একটু উন্নত খাবার তার কাছে,তাই ১লা বৈশাখে সে তা খেতে চাইছে)