আমাদের কী দোষ? মুক্তি চাই

Published : 23 April 2012, 06:03 PM
Updated : 23 April 2012, 06:03 PM

ইলিয়াস আলী সাহেবের জন্য বিএনপি ২ দিন হরতাল পালন করেছে আর তৃতীয় দিনের মত হরতাল পালন করতে যাচ্ছে।তারা হরতাল সফল করার জন্য এমন কোন ঘৃণিত কাজ নেই যে করেনি,কিন্তু তারপরেও ওনারা বলেন ওনারা শান্তি পু্র্ন হরতাল পালন করছেন।আমি জানিনা শান্তি পূর্ণ হরতালের মানে কী – মানুষ মারা,আগুন লাগানো,অরাজকতা সৃষ্টি করা, নাকি অন্য কিছু। হরতাল করার অধিকার আছে বলে,এই হরতালের নামে আমদের সবাই কে কষ্ট দিবেন এই অধিকার সরকারি বা বিরোধী দল কাউকে দেয়া হয় নাই।আপনারা হলেন রাজা, কারন রাজারাই তো রাজনীতি করে।আপনাদের সমস্যা আপনারা মেটাবেন, সেইখানে আমাদের ঝড়ানো হয় কেন।আমরা কি আপনাদের খাই, না পরি? আপনারাই বলেন দেশের মানুষ আওয়ামী আমলে শান্তি তে থাকেনা।আমি বলি ভালো আমরা কি ভাবে থাকব—যখন আপনারা কারনে অকারনে হরতাল দেন, যখন শেয়ার বাজার শেষ হয়ে যায় তখন রাজপথে নামেন না,যখন দ্রব্যমূল্যের দামের কারনে মানুষ এর প্রান ওষ্ঠাগত,তখন যান না দেশের মানুষ এর হয়ে সংসদে কথা বলার জন্য।

আপনারা দয়া করে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন,আপনাদের দুই দলের কাছে আমরা আর কতদিন অসহায় থাকব।আমাদের মুক্তি দিন।

আমরা মুক্তি চাই