জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত চাই

মনিরুজ্জজামান মনু
Published : 2 Oct 2012, 05:38 PM
Updated : 2 Oct 2012, 05:38 PM

১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল চমৎকার ভাবে। কিন্তু আজ এত বছর পরও জাতীয় বিশ্ববিদ্যালয় তার স্বপ্ন পূরণে ব্যর্থ। আজ নানান সমস্যায় জর্জরিত। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট ছাত্র/ছাত্রীদের মূল্যবান অনেক সময় নষ্ট করে দিচ্ছে। চার বছরের অনার্স সম্পূর্ণ করতে প্রায় ছয় থেকে সাত বছর সময় লেগে যাচ্ছে। সরকার অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে ভাল ভাবে নজর দিলেও,জাতীয় বিশ্ববিদ্যালয় তেমন নজর দেয় না। এর ফলে প্রায় লাখ লাখ শিক্ষার্থী আজ ভয়ানক সেশন জটের কবলে পড়েছে। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে মধ্য বিত্ত ও নিম্ম বিত্ত পরিবারের ছেলে- মেয়েরা পড়াশুনা করে।তাই সরকারের উচিৎ জাতীয় বিশ্ব বিদ্যালয়ের প্রতি নজর দেওয়া।