শিক্ষাঙ্গণগুলোর অস্থিরতা দিন দিন বাড়ছে

মনিরুজ্জজামান মনু
Published : 3 Oct 2012, 06:33 PM
Updated : 3 Oct 2012, 06:33 PM

বর্তমান সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে চলে আসতেছে। এর মধ্যে দেশের পাবলিক বিশ্ব বিদ্যালয় গুলোতে চরম আকারে অস্থিরতা বিরাজ করছে। গতকাল রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তারই জের ধরে গত রাতে দিনাজপুর সরকারই কলেজ এ ছাত্রলীগ ও ছাত্রশিবির এর মধ্যে সংঘর্ষ হয়েছে। এর ফলে দিনাজপুর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে। [লিংক]। ইতিমধ্যে খুলনা বিশ্ব বিদ্যালয় তাদের নুতন শিক্ষা বর্ষের সকল কার্যক্রম স্থগিত করছে। এই ভাবে চলতে থাকলে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা ভয়ানক সেশনজটের কবলে পড়বে। যদি এখুনি এই রকম অবস্থা হয়। তাহলে ২০১৩ সালে নির্বাচন আগে করুন অবস্থা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। সরকার ও বিরোধীদলের নেতারা এই সব বিষয়ে চুপ কেন। জানতে চাই। এর মধ্যে গতকালের ঘটনায় শিক্ষা মন্ত্রী বলেছেন এসব কুলাঙ্গারদের কারনেই দেশ রসাতলে যাচ্ছে। শুধু কি এই কথা বললেই হবে। না মন্ত্রী মহোদয়কে কাজে প্রমাণ করতে হবে।