দেশের মানুষকে বাঁচাতে হলে ভারত প্রীতি বন্ধ করতে হবে

মোঃ মঞ্জুর হোসেন ঈসা
Published : 20 June 2012, 05:37 PM
Updated : 20 June 2012, 05:37 PM

আমরা জানি, আমাদের ঘরে বাইরে শত্রু কে? বার বার বন্ধু রুপে এসে কারা আমাদেরকে গোলাম বানাতে চায়? কারাই বা ক্ষমতায় এলে বন্ধুরূপী প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর প্রভুত্ব ফলাতে চায়? আমরা ফারাক্কার বাধ আটকাতে পারিনি, কাদের কারনে? টিপাইমুখ বাধ কারা ক্ষমতায় থাকলে আটকাতে পারবো না। এ বিষয়গুলো এখুনি স্পষ্ট হওয়া দরকার। একটি প্রবাদ শুনি- "ঘরের শত্রু বিভীষন", বাইরের শত্রু মোকাবেলা করার আগে ঘরে বসে থাকা, ঘাপটি মারা মীর জাফরকে চিহ্নিত করতে না পারলে ভবিষৎ আমাদের শুধু অন্ধকার নয় বরং অনিশ্চিত। আসুন আমরা ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহন করি। ওরা যদি আমাদের এই আতিথেয়তাকে দুর্বলতা মনে করে তা হলে সকল ক্ষেত্রে "ভারতীয় পন্য বর্জন করি"।

দেশের মানুষকে বাঁচাতে হলে দেশের রাষ্ট্রের প্রধান হিসাবে যখন যারা দায়িত্ব পালন করবেন, দয়া করে ভারত প্রীতি বন্ধ করে তাদেরকে বন্ধু রাষ্ট্র ভাবতে শিখুন। কারণ আমাদের জাতীয় কবি আমাদেরকে শিখিয়েছে- "২১ মানে মাথা নত না করা"।