গ্রামীনফোন কোম্পানী ধীরে ধীরে অমানবিক হয়ে উঠছে…

মোঃ মঞ্জুর হোসেন ঈসা
Published : 26 June 2012, 06:06 PM
Updated : 26 June 2012, 06:06 PM

আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, গ্রামীন ফোনের মত বৃহত্তম মোবাইল ফোন কোম্পানী এখন গার্মেন্টস সেক্টরের অসাধু কিছু মালিকদের মত কথায় কথায় অন্তঃস্বত্তা নারী কর্মকর্তাদের চাকুরী চ্যুত করে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গ্রামীণফোন তাদের কোম্পানী থেকে আনস্মার্ট এবং দীর্ঘদিন চাকুরী করা সত্বেও শুধুমাত্র অন্তঃস্বত্তা হওয়ার কারনে নানা কৌশলে তাদেরকে চাকুরী থেকে বিতারিত করা হচ্ছে। ফলে অনেকেই এই বিড়ম্বনার শিকার হয়ে চাকুরী হারিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এই বিষয়টি যদি এখনই সরকার দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহন না করেন, ভবিষ্যতে হাজার হাজার নারীরা চাকুরী চ্যুত হয়ে রাজপথে আসতে বাধ্য হবে। মানবাধিকার কমিশনারের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সাহেব জনগনের অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অপ্রত্যাশিত মিডিয়া নিয়ে উপস্থিত হয়ে থাকেন। আপনাকে অনুরোধ করবো এ বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন।