চার এভারেষ্ট বিজয়ীদেরকে আমাদের অভিনন্দন

মোঃ মঞ্জুর হোসেন ঈসা
Published : 10 July 2012, 08:14 AM
Updated : 10 July 2012, 08:14 AM

মূসা ইবরাহিম

নিশাত মজুমদার

এম এ ( মোহাম্মদ আবদুল ) মুহিত

ওয়াসিফয়া নাজরীন

যখন পত্রিকার পাতা খুললেই দেখতে পাই গুম, খুন, সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজী, ধর্ষন এবং সরকার ও বিরোধীদলে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্যের ঝড়। টিভি খুললেই দেখতে পাই, সংবাদ পত্রের লেখাগুলোর দৃশ্যায়ন। যখন সাগর-রুনির শিশু সন্তান মেঘ আকাশের দিকে তাকিয়ে তার পিতা-মাতার স্মৃতি গুলো তারা মাঝে খোঁজে, তখন হত্যাকারীরা নির্বিঘ্নে পৃথিবীতে বিচরণ করে। এম ইলয়াস আলীর পরিবারের আত্ম চিৎকার যখন আকাশ বাতাস ভারী হয়, যখন পদ্মা সেতুর র্দূনীতির সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে গেছে ঠিক সেই মুহুর্তে অন্ধকারের মাঝে কয়েকটি শব্দ নতুন দিগন্তে আমাদেরকে নতুনভাবে বেচে থাকার সাহস যোগায়।

তোমাদের অভিনন্দন, বাংলাদেশের লাল সবুজ পতাকা বিশ্বের সবচেয়ে উচু পর্বত চূড়ায় প্রথম সাহসী পুরুষ, মোঘলহাট গ্রামের লালমনিরহাট জেলার আনসার আলীর পুত্র মূসা ইবরাহিম। এভারেষ্ট জয়ী প্রথম সাহসী নারী লক্ষীপুর জেলার আবদুল মান্নান মজুমদারের কন্যা নিশাত মজুমদার। দুই বার এবং দুই দিক থেকে এভারেষ্ট জয়ী প্রথম বাংলাদেশী গঙ্গাপুর গ্রামের, রোরহানুদ্দিন উপজেলার, ভোলা জেলার মনোয়ার হোসেন মিয়ার পুত্র, এম এ ( মোহাম্মদ আবদুল ) মুহিত। সর্ব কনিষ্ঠ বাংলাদেশী এভারেষ্ট জয়ী ঢাকা জেলার নজমী জামান চৌধুরীর কন্যা ওয়াসিফয়া নাজরীন।

তোমাদের এই বিজয় আমাদের মনে করিয়ে দেয় ৬৯রের গন অভ্যুথ্যান, ৫২এর ভাষা আন্দোলন, ৭১রের মহান মুক্তিযুদ্ধ, ৯০এর স্বৈরাচার আন্দোলনে আমাদের চুড়ান্ত বিজয়। ক্রিকেট যুদ্ধেও বিশ্বের দেশকে পরাজিত করার গৌরব অর্জন করেছি আমরা। আমরা অর্জন করেছি দেশ প্রেম। তোমরা পেরেছ নতুন প্রজন্ম পারবে। বাংলাদেশ একদিন এগিয়ে যাবে মাথা উচু করে অনেক দূর দূরান্তে। তোমাদের জন্র আমাদের ভালবাসা, আমাদের অভিনন্দন।