এইচএসসি কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ মঞ্জুর হোসেন ঈসা
Published : 19 July 2012, 03:45 AM
Updated : 19 July 2012, 03:45 AM

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে জিপিএ ৫ পেয়ে ছেলেরা ও পাসের হারে মেয়েরা এগিয়ে। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আগামীতে তারা আরো বেশী লেখা পড়ায় মনযোগী হয়ে কৃতিত্বের সাথে শিক্ষা জীবন শেষ করবে। এবারের এইচ এস সি ও সমমানের পরীক্ষায় বিগ বছরের চেয়েও ইর্ষনীয় সাফল্য এসেছে।

১০টি সাধারণ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৭ ভাগ। গত বছর জিপিএ ৫ ও পাসের হার দুটোতেই ছেলেরা এগিয়ে ছিল। ১০টি বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৩ হাজার ১৬৮ জন ছেলে এবং ২৭ হাজার ৯৯৪ জন মেয়ে। ছেলেদের জিপিএ-৫ এর হার ৮ দশমিক ৬৪ ও মেয়েদের জিপিএ-৫ এর হার ৮ দশমিক ২৮। অন্যদিকে মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ১৯ ভাগ এবং ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ২৩ ভাগ। সব বোর্ড মিলে পাস করেছে ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ লাখ ১৭ হাজার ৬৭৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ লাখ ৮৪ হাজার ৪২ জন ও ছাত্রী ৩ লাখ ৩৭ হাজার ৯৩৭ জন। এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সব দিক দিয়েই রেকর্ড সৃষ্টি হয়েছে। জিপিএ-৫ ও পাসের হারে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ১০টি বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৭। গত বছর পাসের হার ছিল ৭৫ দশমিক ০৮। এবার পাসের হার বেড়েছে ৩ দশমিক ৫৯ ভাগ। তবে ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৫০ ভাগ। এবার ১০টি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ৬১ হাজার ১৬২ জন। যা গত বছরের চেয়ে ২১ হাজার ৩৯৩ জন বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩৯ হাজার ৭৬৯ জন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫১ হাজার ৪৬৯ জন।