আবুল হোসেন দেশ প্রেমিক, তবে আত্মস্বীকৃতি দুর্নীতিবাজ

মোঃ মঞ্জুর হোসেন ঈসা
Published : 26 July 2012, 02:13 PM
Updated : 26 July 2012, 02:13 PM

মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিনীত ভাবে তার জ্ঞাতার্থে ও দেশবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি যে, যিনি চুরি করেন তিনি চোর। যিনি নামাজ পড়ান তিনি ইমাম। এখন চোর যদি নামাজ পড়াতে যায় আর ইমাম যদি চুরি করতে যায় আমরা বিষয়টি কিভাবে দেখি। যেখানে বিশ্বব্যাংক পদ্মাসেতু দূর্নীতি নিয়ে সুস্পষ্ট ভাবে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আর দেরিতে হলেও সাবেক যোগাযোগ মন্ত্রী দূর্নীতির বোঝা কাধে নিয়ে অভিযোগের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে মাননীয় প্রধানমন্ত্রী সুদূর লন্ডনে বসে আবুল হোসেনকে দেশপ্রেমিক ঘোষনা দিয়ে কি বুঝাতে চাইলেন। তাহলে কি তার মন্ত্রী সভার আর কেউ দেশপ্রেমিক নয়? আমরা আত্মস্বীকৃতি, দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী থেকে সার্টিফিকেট প্রাপ্ত দেশপ্রেমিক আবুল হোসেনের দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রমানিত হয়েছে। তিনি পদত্যাগ করেছেন। এখন দেখার সময় প্রচলিত আইনে তার বিরুদ্ধে কখন মামলা হবে এবং দেশপ্রেমিক আবুল হোসেন কখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কারাবরণ করবেন।