বাংলাদেশের রাজনীতি ভাল চলছেনা

মুনসক্যাব
Published : 20 Sept 2011, 05:07 PM
Updated : 20 Sept 2011, 05:07 PM

বাংলাদেশের রাজনীতি ভাল চলছেনা। এখানে রাজনৈতিক সহনশীলতা নেই। স্বাধীনতার স্পৃহা এরকম ছিলনা। শোষনমুক্ত এবং অথনৈতিকভাবে শক্তিশালী একটি জাতি গঠনই ছিল স্বাধীনতার স্পৃহা বলে শুনেছি বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই। কিন্তু এতদিনে আমরা কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পেৌছতে পারিনি। এর জন্য দায়ী কারা ? আমরা যারা নতুন প্রজন্ম তারা না রাজনীতিবিদরা ?
এ দেশটা একটি শক্তিশালী অথনীতির দেশ হোক তা কে না চায় ? তাহলে হচ্ছেনা কেন ?

এখনকার রাজনীতি ভাল যাচ্ছেনা। রাজনীতিতে সহনশীলতা নেই। আছে শুধু ল্যাং মারামারি। এটা ঠিক নয়। আমরা কি সহনশীল হতে পারিনা ?