ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবকিছুই চলে

মোস্তাফিজ়
Published : 4 Dec 2011, 05:24 AM
Updated : 4 Dec 2011, 05:24 AM

আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এর Profile দেখতে চান তবে সব জায়গাতে দেখবেন স্যার এম এ ডিগ্রী কোথা থেকে করছেন সেখান থেকে শুরু কিন্তু কোথাও লিখা নাই তিনি গ্র্যাজুয়েশন কই থেকে করেছেন। এর কারণ হল তিনি বলতে লজ্জা পান যে তিনি ঢাকা কলেজ এর একজন গ্র্যাজুয়েট। দেশের সর্ব্বোচ বিদ্যাপিঠের উপাচার্য খুঁজতে যদি একটি কলেজ এর মুখাপেক্ষী হওয়া লাগে তাহলে গ্রামের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল-এর (Bsc and Msc From Du, Phd from University of Washington, USA; former teacher of California Institute of Technology) মতামত নিতে তাদের এত অহমে লাগে কেন?