সাংবাদিক পিটাইলে কিছু হয় না…!

মৃদুল মাহমুদ
Published : 27 May 2012, 06:46 AM
Updated : 27 May 2012, 06:46 AM

গত 26 মে, 2012 রাজধানীর আগারগাঁও এলাকায় একটি মহিলা পলিটেকনিক কলেজের ছাত্রীরা রাস্তা অবরোধ করে রাখলে তার ছবি তোলার সময় সাংবাদিকদের উপর পুলিশের বর্বরোচিত হামলার যে ঘটনা তা খুবই জঘন্য। দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সাংবাদিকের এই লাঞ্ছনার ঘটনা নতুন নয়। পুলিশের ব্যর্থতার, দুর্নীতির খবর জনগণের কাছে তুলে ধরে বলে, ক্ষমতাসীন প্রভাবশালি মহলের অপকর্ম ফাঁস করে দেয় বলে প্রায়ই সাংবাদিকদেরকে পড়তে হয় তাদের রোষানলে। নেই কোনও আইন, নেই কোনও নীতিমালা! রাষ্ট্র থাকে নিরব! মার খায় সাংবাদিক, পড়ে থাকে পঙ্গু হাসপাতালে! এর বিচার সরূপ সংশ্লিষ্ট পুলিশকে স্থানান্তর করা হয় আগারগাঁও থেকে মগবাজার (রূপক) ! যেন ওখানেও পিটাতে পারে নির্বিঘ্নে! কোথায় গণতন্ত্র? কোথায় জনগণের জানমালের নিরাপত্তা? যদি সাংবাদিকদেরই এই অবস্থা হয় তবে সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমেয়। মানুষ ন্যায় বিচারের জন্য পুলিশের কাছে যায়, সাংবাদিকরা কোথায় যাবে যদি পুলিশকে বলতে শুনি পিটা ওরে, সাংবাদিক পিটাইলে কিছু হয় না !!! এমন কী চলতেই থাকবে? সাগর-রুনির হত্যা তদন্ত কবে শেষ ? কবে শেষ হবে সরাষ্ট্র মন্ত্রীর ঘোষিত 48 ঘণ্টা? জাতির আশা আকাঙ্ক্ষার এই প্রাপ্তি..?