ঢাকাসহ সারা দেশের সড়কগুলোর বেহাল দশা

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 1 August 2012, 07:14 AM
Updated : 1 August 2012, 07:14 AM

ঢাকা শহরের প্রায় সব গুলো সড়কের বেহাল দশা হয়েছে। প্রায় সব রাস্তায় খোঁড়াখুঁড়ি করার কারনে এখন ঢাকা শহর চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ বছর রোজা এবং বর্ষা একসাথে পড়ার কারনে সাধারন মানুষের কষ্ট আরো বেড়েছে। গত কয়েক দিনে তীব্র যানযটে সাধারন মানুষ নাকাল হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায় আর তার উপর রাস্তা কাটা থাকায় যানযট লেগেই আছে। কেউ সময় ধরে কাজ করতে পারছে না । ঐ দিকে সরকার ব্যস্ত পদ্মা সেতু নিয়ে অথচ আপতত দেশের বিভিন্ন স্থানে যে ভাঙ্গা রাস্তা আছে তা ঠিক করা জরুরী। ঢাকা সহ সারা দেশে আসছে ঈদে ঘরমুখো মানুষের যে কি কষ্ট হবে তা সরকার বুঝতে পারছে না ।

আমাদের যোগাযোগমন্ত্রী বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে সত্যিকার অর্থে কি করতে পারছেন তা তিনিই জানেন। মৌলিক কোন পরিবর্তন দেখতে পারছি না । এবার বর্ষায় সাধারন মানুষের আগের মতই কষ্ট হবে। এই সরকার কে অনেকে অনেক ভাবে বুদ্ধি দিয়ে থাকে তবে আমাদের ডিজিটাল সরকার কারো কাছ থেকে বুদ্ধি নেয় না তাতে যদি তাদের মান সম্মান যায়। তবু সাধারন মানুষের কথা বিবেচনা করে বলছি আপতত পদ্মা সেতু সহ অন্য সব প্রকল্পের কথা মাথা থেকে বাদ দিন এবং ঈদের আগেই ঢাকা সহ সারাদেশে সড়ক গুলোর যে বেহাল দশা তা ঠিক করুন। সাধারন মানুষ যদি নিরাপদে রাস্তায় চলতে পারে এবং ঈদে ঠিকমত বাড়ী যেতে এবং আসতে পারে তাতেই তারা খুশি হবে । আপনাদের বড় কথা , চাপাবাজি এগুলো বন্ধ করে দয়া করে সামান্য এই কাজটুকু করে সাধারন মানুষগুলোকে একটু শান্তি দিন। তাহলেই সাধারন মানুষ আপনাদের উপর খুশি হবে আর বড় কথা বলে সাধারন মানুষকে কষ্ট দিলে একদিন তারাই এর জবাব দিবে ।