ইউনুস ফোবিয়া আর পদ্মা সেতু সরকারের মাথা ব্যাথার কারন।

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 27 August 2012, 08:16 AM
Updated : 27 August 2012, 08:16 AM

বর্তমান সরকার কিছুতেই মাথা থেকে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসকে ঝাড়তে পারছে না । আর ইউনুস ফোবিয়া বর্তমান সরকারকে ভীষন রকম নাজুক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সরকার যত ইউনুসকে নিয়ে ব্যস্ত থাকবে ততো সরকার তার নিজের কাজের থেকে দূরে সরে যাবে আর সাধারন মানুষের আশা আকাংখার পরিসমাপ্তি ঘটবে। তাই সরকারকে ব্যাক্তিগত বিদ্বেষ পরিহার করে আসল কাজের দিকে মনোযোগ দিতে হবে। সরকার পদ্মা সেতু নিয়ে শুধু কথা বলেই গেছে । কোন কথাই সরকার রাখতে পারেনি । এখন আবার বিশ্ব ব্যাংকের কাছে সরকার ধরনা দিচ্ছে আর বড় বড় কথা বলে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে। সর্বশেষে জানা গেছে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে আর কোন টাকা দেবে না । যখন বিশ্ব ব্যাংক দূর্নীতির অভিযোগ করেছিল তখন বড় বড় কথা না বলে যদি সঠিক ব্যবস্থা গ্রহন করত তাহলে আজকে এই পরিস্থিতিতে পরতে হত না । এখন সরকারকে দুইটা কাজ করতে হবে। যদি সরকার এখনো সঠিক পথে না আসে তাহলে এই সরকারকে বড় ধরনের খেসারত দিতে হবে। তাই এই সরকারকে বিনীত অনুরোধ করছি দয়া করে মাথা থেকে প্রফেসর ইউনুসের চিন্তা বাদ দিন আর পদ্মা সেতু নিয়ে আর সাধারন মানুষকে বিভ্রান্ত না করে বরং অন্য কাজের দিকে মনোযোগ দিন। আর সরকার যদি ক্রমাগত ইউনুস কে নিয়ে মাথা ঘামাতে থাকে আর পদ্মা সেতু নিয়ে শুধু মিথ্যা প্রচারানা চালায় তাহলে হয়ত এই সরকারের পতনের জন্য আর কোন কিচুই দরকার হবে না বরং সরকার নিজের ব্যার্থতার ভারে নিজেই ডুবে যাবে তাকে আর কেউ টেনে তুলতে পারবে না । সাধারন মানুষ এখনই বলছে ইউনুস ফোবিয়া আর পদ্মা সেতু সরকারকে গিলে খাবে তাই এখনই সাবধান হতে হবে , সাধারন মানুষ সুয়োগ পেলেই সঠিক রায় দিয়ে দেবে তখন তাদেরকে দোষ দিয়ে লাভ হবে না।